২০১৫ সালের ২২ জানুয়ারি যশোর আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন আওয়ামী লীগের এক নেতা।
Published : 10 Mar 2025, 04:49 PM
যশোরে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে যশোরের জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু।
যশোর জেলা বিএনপির সভাপতি সাবু বলেন, ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
মামলায় তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ করা হয়েছিল।
ওই বছর ২১ এপ্রিল যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র প্রদান করেন বলে জানান পিপি।
নয় বছর ধরে চলা সাক্ষ্য প্রমাণে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিচারক তারেক রহমানকে বেকসুর খালাস দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।