কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
Published : 04 Apr 2025, 03:12 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে কৃষক দল নেতার বিরুদ্ধে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বারহাট্ট থানার ওসি কামরুল হাসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
আহতরা হলেন- ওই গ্রামের আজিম মিয়া (৩০), সালমা আক্তার ওরফে লংজান (৫০) এবং তারাজান আক্তার (৪০)। তারা বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে ওই গ্রামের হালান মিয়ার সঙ্গে প্রতিবেশী উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল মিয়ার বিরোধ চলে আসছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই জমির দখল নেন বাবুল মিয়া।
এক সপ্তাহ আগে একটি সেলাই মেশিন চুরি হওয়া নিয়ে আবার বিরোধে জড়ান উভয়পক্ষ। বৃহস্পতিবার দুপুরে হালান মিয়ার বাড়িতে হামলা চালায় বাবুল মিয়ার লোকজন। হামলাকারীরা দেশি অস্ত্র নিয়ে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে।
এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হালান মিয়া বলেন, “গত বছরের ৫ অগাস্ট কবরস্থানের জমি দখলে নিয়েছে বাবুল মিয়া। কয়েকদিন আগে আমাদের একটা সেলাই মেশিন চুরি হয়। মেশিনটি উদ্ধারে নানাভাবে চেষ্টা চালাই। এ নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়। বিনা উস্কানিতে তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে আহত করেছেন।”
হামলার অভিযোগ অস্বীকার করে বাবুল মিয়া বলেছেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার ভাতিজাদের মারামারি হয়েছে। তবে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।”
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ওসি কামরুল হাসান বলেন, খবর পাওয়ার পর পর সেখানে পুলিশ পাঠানো হয়। উভয়পক্ষকে অভিযোগ দিতে বলা হলেও এখন পর্যন্ত কেউ লিখিত দেননি। অভিযোগ পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।