অনেকে চামড়ার দাম না পেয়ে মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে দিচ্ছেন।
Published : 17 Jun 2024, 11:12 PM
গত কয়েক বছরের মত এবারও কোরবানি পশুর চামড়ার দাম মিলছে না রংপুরে।
নগরীর শাপলা চত্বরে কোরবানির পশুর চামড়ার কেনা-বেচা চলছে।
সেখানে লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ৩০০ টাকায়। এছাড়া দুই লাখ টাকার ওপরে গরুর চামড়া ৫৫০-৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সোমবার বিকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যারা কোরবানি দিয়েছেন, তারা কাঁচা চামড়া বিক্রির লোক খুঁজে পাচ্ছেন না। যারা বিক্রি করতে পেরেছেন তারাও নামমাত্র দাম পেয়েছেন। আবার
অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাদ্রাসা ও এতিমখানার লোকজনকে বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন।
নগরীর লালবাগ এলাকার বাসিন্দা আতিক উল আলোম কল্লো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক লাখ ১০ হাজার টাকার গরুর চামড়া বিক্রি করেছি মাত্র ৩২০ টাকায়। গত কয়েক বছর ধরেই কম দামে চামড়া বিক্রি করছি। আগামীতে মাদরাসায় বা এতিমখানায় দান করে দেব।”
একই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, “ভাই কী আর বলব, আমরা তো চামড়া খুব অল্প দামে, মাত্র ৪০০ টাকায় বিক্রি করলাম। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও বেপারিরা খুব কম দামে চামড়া ক্রয় করছে।“
শাপলা চত্বর এলাকায় ঘুরে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা ৩০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকায় গরুর চামড়া কিনছেন। ছোট-মাঝারি গরুর চামড়া আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেড় থেকে ২ লাখ টাকা দামের গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
চিলমন এলাকার লতিফুল ইসলাম বলেন, “সরকার যে মূল্য নির্ধারণ করেছে, যদি এই দামে চামড়া বিক্রি করা যেত, তাহলে আমার কোরবানির গরুর চামড়ার দাম ১১০০ থেকে ১৩০০ টাকা হত। কিন্তু দাম বলেছে মাত্র ৪০০-৪৫০ টাকা। তাই বিক্রি না করে এলাকার এতিমখানায় দিয়ে দিছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক ছাগলের এক চামড়া বিক্রেতা বলেন, “ভাই সত্যি কথা বলতে কী, আমি খাসি ক্রয় করছি ২৫ হাজার টাকা দিয়ে। আর সেই চামড়া বিক্রি করলাম একটি গোল্ডলিফ সিগারেটের বিনিময়ে। কারণ, ক্রেতা আমাকে বলল, ‘ভাই আপনার চামড়া নিতে পারি কিন্তু টাকা দিতে পারব না; তবে একটা সিগারেট খেতে পারেন’।”
রংপুর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই, আমরা যারা ব্যবসা করি, যারা ঢাকায় বসে আছেন, তাদের কাছে জিম্মি। কারণ চামড়া ব্যবসা সিন্ডিকেট করে রেখেছে।”
চামড়া কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ছোট চামড়া ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা আর বড় চামড়া ৫০০ থেকে ৬০০ টাকা দরে। আর ছাগলের চামড়া ১০ থেকে ২০ টাকা দরে কিনেছি।”