“সেতুর দুটি স্প্যান ভেঙে পড়ে। এক নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হন।”
Published : 02 Oct 2024, 06:57 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি বেইলি সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। এতে উপজেলা শহরের সঙ্গে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা জানান, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬)।
স্থানীয়রা বলেন, কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের সুবিধার জন্য গত বছর ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং জনসাধারণের হাঁটার জন্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হচ্ছিল।
ওসি আসলাম বলেন, “একটি বালুবোঝাই বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুর দুটি স্প্যান ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হন।
“এ ঘটনার পর নড়িয়া উপজেলা শহরের সঙ্গে মোক্তারেরচর, জপসা, রাজনগর, নশাসনসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।”
নড়িয়া পৌর এলাকার হাসেম বেপারী বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। এতে জনদুর্ভোগ আরও বেড়েছে।
শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম বলেন, “ব্রিজটি চালু করতে আমাদের আরও ৩-৪ মাস সময় বেশি লেগে যাবে। ঠিকাদার এ বিয়য়ে মামলা করবে। ”