“মৃত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।”
Published : 04 Jun 2024, 02:22 PM
কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন তারা।
মৃত যুবকের বয়স ২০ থেকে ২২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, “মরিচ্যা বাজার এলাকার আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মাছের ঘেরে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান।
“পরে পুলিশ গিয়ে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।”
শামীম বলছেন “পানিতে যুবকের হাত-পা খোলা ছিল। তার পরনে ছিল অর্ধহাতা গেঞ্জি আর লুঙ্গি। তবে মৃত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। “
এটি হত্যাকাণ্ড না-কী কোনো দুর্ঘটনা, তা জানতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।