বরিশালে জেলে নৌকা থেকে ঘুমন্ত অবস্থায় নদীতে পড়ে প্রাণ গেল শিশুর

নৌকায় ঘুমানোর সময় শিশুদের কোমরে রশি বাঁধার নিয়ম থাকলেও শিশুটির বাবা-মা ওই রাতে তাকে বাঁধতে ভুলে যান বলে জানান এসআই। 

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 11:03 AM
Updated : 10 May 2023, 11:03 AM

বরিশালে জেলে নৌকা থেকে ঘুমন্ত অবস্থায় কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বরিশাল সদর নৌ থানার এসআই মো. রুবেল।

মৃত চার বছর বয়সি করিম সরদার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে ইলিয়াস সরদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রুবেল বলেন, “মান্তা সম্প্রদায়ের জেলে ইলিয়াস কীর্তনখোলা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে তারা কীর্তনখোলা নদীতে জেলে নৌকায় পরিবার নিয়ে বসবাস করছেন।

“মান্তা সম্প্রদায়ের লোকজন জানায়, জেলে নৌকায় ঘুমানোর সময় শিশুদের কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু সোমবার রাতে শিশু করিমকে না বেঁধে ঘুমিয়ে পড়েন তার বাবা-মা।”

তিনি বলেন, “বাবা-মায়ের সঙ্গে ঘুমন্ত করিম রাতের যেকোনো সময় নদীতে পড়ে যায়। মঙ্গলবার ভোরে শিশুটির বাবা-মার ঘুম ভেঙে গেলে তারা তাকে পাশে দেখতে পায়নি। পরে দিনভর নদীতে তল্লাশি করেও করিমকে খুঁজে পাওয়া যায়নি।”

রুবেল আরও বলেন, “এরপর বুধবার সকালে ঘটনাস্থলের অদূরে কীর্তনখোলা নদীতে করিমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। তখন তারা এসে মরদেহটি উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।