Published : 03 May 2025, 12:04 AM
ভারতের সীমানায় ঢুকে ‘টিকটকের ভিডি ‘ বানাতে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুজনের আটক হওয়ার খবর দিয়েছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবর্তী ধবলসূতি বিওপি এলাকা (মেইন পিলার ৮২৫/১-এস) সংলগ্ন ভারতীয় একটি চা বাগান থেকে তারা আটক হয়।
দুই বাংলাদেশি ভারতের সীমানার ২০ থেকে ২৫ গজ ভেতরে ঢুকে ‘ভিডিও ধারণ’ করছিলেন বলে বিজিবি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
আটক হওয়া দুজনের একজন পাটগ্রাম উপজেলার বাসিন্দা; স্কুলে পড়ে। আরেকজনের নাম সাজেদুল ইসলাম (২২), যিনি বগুড়া থেকে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছেন।
তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) ধবলসূতি বিওপি সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অনুপ্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি-বিএসএফেরর মধ্যে রাতেই পতাকা বৈঠক আহবান করেছে। বৈঠকের মাধ্যমে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ অব্যাহত রেখেছে। রাতের মধ্যেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বিজিবি বলছে, আটককৃতদের হস্তান্তরের ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রংপুর সেক্টর কমান্ডার বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছে। রংপুর সেক্টর কমান্ডারের অনুরোধে আটক দুজনকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। তাদের ফেরত আনতে শুক্রবার রাতেই পতাকা বৈঠক ডাকা হয়েছে।