“১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। চেষ্টা করছি বন্ধ সব চিনিকল একটা পর একটা চালু করতে”, বলেন তিনি।
Published : 17 Nov 2024, 12:40 AM
শিগগির পঞ্চগড় চিনিকল চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, “বিশ্বাস রাখেন, যত দ্রুত সম্ভব আপনাদের সহযোগিতায় বন্ধ চিনিকল সচল করতে পারব। আর সেজন্য পঞ্চগড় চিনিকল পরিদর্শনে আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি।”
শনিবার বিকালে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান বলেন, “আমরা অন্যায়, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি। এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা। উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশাকে আরও আগায় নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ব করতে পারে।”
বন্ধ সব চিনিকল চালু করা হবে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, “শুধু মিল চালু করলেই হবে না, এর মধ্যে কৃষকের প্রণোদনার বিষয়টিও আছে।
“১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। চেষ্টা করছি বন্ধ সব চিনিকল একটা পর একটা চালু করতে।”
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফি বক্তব্য দেন।