আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 03 Feb 2025, 09:59 PM
রাজশাহীর পবা উপজেলায় বাসের চাপা ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার নতুন কসবা এলাকায় এ ঘটনা ঘটে বলে দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান।
নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।
আহতরা হলেন- পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রাসেল (২৪)। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি ওই এলাকায় ব্যাটারি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। হাসপাতালে গিয়ে হতাহতের খবর নেওয়া হয়।”