“সারাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা গেছে।”
Published : 13 Jul 2024, 07:37 PM
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে বলেই আজ সারাদেশে সর্বত্র ইন্টারনেট সংযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, “পরপর চারবার আপনারা অর্থাৎ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন।”
শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, “সারাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা গেছে; সারাদেশে আমাদের ৬৫টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হচ্ছে; ৫৫৫টি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা জয় স্মার্ট সার্ভিস ইমপোমেন্ট ট্রেনিং সেন্টার হচ্ছে।”
প্রতিমন্ত্রী বলেন, “হার পাওয়ার প্রজেক্টের আওতায় ২৫ হাজার নারী আজকে একটা করে ল্যাপটপ পাচ্ছেন। আমরা প্রায় এক লাখ নারী উদ্যোক্তা তৈরি করার জন্য নতুন করে হার পাওয়ার প্রজেক্ট-২ শুরু করব।
“যদি আপনারা সফল হতে পারেন, তাহলে আপনাদের সফলতার দৃষ্টান্ত দেখে আরও লাখ লাখ নারী উদ্যোক্তা সফল হবে। এ জন্য আপনারা এই সফল হওয়ার জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করবেন।”
পলক বলেন, “আপনরাদের শ্রম, মেধার মধ্য দিয়েই গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ। একটি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ, যেই স্মার্ট বাংলাদেশের প্রতিটি নাগরিক হবে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, জ্ঞানভিত্তিক স্মার্ট নাগরিক। যে স্মার্ট বাংলাদেশের অর্থনীতি হবে ক্যাশলেস স্বচ্ছ এবং স্মার্ট ইকোনমি।”
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সরকারের সব কার্যক্রম হবে পেপারলেস, ইন্টার কানেক্টেড, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক। যে স্মার্ট বাংলাদেশের সমাজ হবে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যমুক্ত স্মার্ট সমাজ।
“যে সমাজে নারী-পুরুষের কোনো বিভেদ থাকবে না, শহর-গ্রামের দূরত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সকলের জন্য সমান অধিকার আমরা নিশ্চিত করতে পারব।”
সেই সঙ্গে নারী-পুরুষের সমান অংশগ্রহণের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব বলে মন্তব্য করেন পলক।
আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলার ২৬৫ নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালাসহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।