স্টেশনে গ্যাস নেওয়ার সময় মা ও মামা বাইরে থাকলেও জিহান গাড়িটির ভেতরে ছিল।
Published : 14 Feb 2025, 10:19 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশু পুড়ে মারা গেছে৷
শুক্রবার বিকালে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান।
নিহত চার বছর বয়সী জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। জিহান প্রাইভেট কারে তার মা ও মামার সঙ্গে খালার বাড়ি নরসিংদীতে বেড়াতে যাচ্ছিল।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রাইভেট কারে গ্যাস নেয়ার জন্য বিকালে রংধনু ফিলিং স্টেশনে থামে পরিবারটি। স্টেশনে গ্যাস নেওয়ার সময় মা ও মামা বাইরে থাকলেও জিহান গাড়িটির ভেতরে ছিল।
এ সময় হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়িতে থাকা জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। এ সময় নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুরও চালায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷