“তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি চলছে।”
Published : 07 Feb 2025, 09:13 PM
কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ কথিত এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আটকরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে মো. হোসেন মিয়া (২৯) ও কোতোয়ালি থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২০)।
চৌধুরী ইমরুল হাসান বলেন, “গোপন সংবাদে নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হোমনাগামী একতা বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। এ সময় হোসেন মিয়া ও শারমিন ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে শারমিনের আসল স্বামীকে মুখোমুখি করানো হলে আসল পরিচয় বেরিয়ে আসে।
“তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কৌশলে লোকাল বাসে করে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্য বাসে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, “শারমিন তার স্বামীর অগোচরে মোবাইল ফোনে হোসেন মিয়ার সঙ্গে বন্ধুত্ব করে। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মাদক পরিবহন করতো, যেন আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি ও জিঞ্জাসাবাদ করলে এড়িয়ে যেতে পারে। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি চলছে।”