২০২২ সালের ৬ মে রাতে নিজ বাড়িতে অনার্স প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে জানান পিপি।
Published : 14 Oct 2024, 07:06 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আব্দুল মোক্তাদির আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার মাঝিনা গ্রামের রনি মহন্ত (৩২) এবং একই এলাকার কামিনী জাহিদ (৩৪)।
পিপি ফিরোজা চৌধুরী বলেন, ২০২২ সালের ৬ মে রাতে নিজ বাড়িতে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার দিন পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।
ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে রনি মহন্ত এবং জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ মে গ্রেপ্তাররা জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে দেওয়া আসামিদের জবানবন্দির বরাতে পিপি বলেন, “রনি মহন্ত তার সহকর্মী জাহিদকে নিয়ে ঘটনার দিন রাত ১টার দিকে ওই শিক্ষার্থীর বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।
“পরে সুযোগ বুঝে রাত ২টার দিকে ঘরে প্রবেশ করে প্রথমে রনি মহন্ত ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। ভিকটিম নিজেকে রক্ষায় চিৎকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এক পর্যায়ে ভিকটিম মারা গেলে, জাহিদ মৃতদেহকে ধর্ষণ করে পালিয়ে যান।”
তিনি বলেন, তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর তৎকালীন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে জানান পিপি ফিরোজা চৌধুরী।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।