২০২১ সালের ২৩ মার্চ তার লাশ উদ্ধার করে পুলিশ।
Published : 27 Oct 2024, 04:48 PM
ফরিদপুরে বাবুল হোসেন নামে এক ইজিবাইক চালক হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওয়াব আলী মৃধা জানান।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-ফরিদপুরের খাসকান্দির মইনুদ্দিন শেখের ছেলে শহিদ শেখ ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুরের হালিম শেখের ছেলে নজরুল শেখ।
এছাড়া এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে-ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খানকে।
রায় ঘোষণার সময় সময় শহিদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আর বাকি দুজন পলাতক রয়েছেন বলে নওয়াব আলী জানান।
মামলার বিবরণে বলা হয়, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন ইজিবাইক চালাতেন। গত ২০২১ সালের ২১ মার্চ মোকছেদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরে আসেন তিনি।
দুইদিন পর বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করে। এ ঘটনায় বাবুলের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নওয়াব আলী মৃধা বলেন, এ রায়ে তারা খুশি।