আশুলিয়ায় জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিহত নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 04:00 AM
Updated : 21 Dec 2022, 04:00 AM

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ১০টার দিকে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই মো. আব্দুস সবুর খান। 

৩০ বছর বয়সী এই নারীর বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঘনশ্যামপুর হাদীবাড়ি গ্রামে। তিনি আশুলিয়ার নবীনগর এলাকায় বসবাস করতেন।

নির্মাণাধীন অবস্থায় পরিত্যক্ত বাড়িটির মালিক আশিক হোসেন নামের এক ব্যক্তি। 

এসআই সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণবিশ্ববিদ্যালয়ের পেছন থেকে দুর্গন্ধ আসতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অর্ধনগ্ন অজ্ঞাত নারীর লাশ খুঁজে পায়। 

“নিহত নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

“দুর্বৃত্তরা অন্যত্র হত্যার পর অথবা পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি জঙ্গলে ফেলতে পারে- এসব বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।” 

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সবুর।

পুলিশ জানায়, প্রথমে ওই নারীকে শনাক্ত করা যাচ্ছিল না, পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।