বেলুন বিক্রেতা ইদ্রিস আলীর ভাড়া বাসায় রাখা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দু'টি টিনের চালা উড়ে গেছে।
Published : 14 Nov 2023, 03:17 PM
ময়মনসিংহে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
পুলিশ প্রথমে ১২ জন দগ্ধ হওয়ার কথা বললেও পরে হাসপাতালের চিকিৎসক শিশুসহ ১১ জন দগ্ধের কথা জানান।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন- চর কালিবাড়ী এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল রানা (৫০), ইসমাইল হোসেন (২৫), সালমা বেগম (২৫), কোহিনুর আক্তার (৪০), ইয়াসিন হোসেন (৫), সুলেমান মিয়া (৫), রাহিম মিয়া (৪), তানজিনা আক্তার (৪), মিম আক্তার (৫) ও মানিক মিয়া (৯)।
আহত তারিকুল ইসলাম বলেন, “৬/৭ বছর ধরে আমি এবং সোহেল রানা গ্যাসে বেলুন ফোলানোর ব্যবসার সাথে জড়িত। দুপুরে কাজ করার সময় হঠাৎ করে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমি দূরে ছিটকে পড়ে জ্ঞান হারাই। পাশে শিশুরা খেলতে ছিল তারাও দগ্ধ হয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, “স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে বেলুনের ভেতর গ্যাস ভরতির কাজ হত। প্রতিদিনের মতই আজও সেখানে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিশু-নারীসহ ১১ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, ৩৫ শতাংশ পুড়ে আশঙ্কাজনক হওয়ায় কোহিনূর আক্তারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
রাকিবুল হাসান আরও বলেন, দগ্ধ বাকিদের ৬, ১০ ও ২৬ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত।