পুলিশ জানায়, পা ভাঙা অবস্থায় ওই যুবকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
Published : 09 Jun 2024, 04:05 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ডুবাইলে আঞ্চলিক সড়কে লাশটি পাওয়া যায় বলে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান।
নিহতের আনুমানিক বয়স ৩০-৩২ হতে পারে কিন্তু তার নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি নাসিম বলেন, ওই রাস্তার পাশে পা ভাঙা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। এখনও পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।