ওসি বলেন, নিহত যুবদল নেতার পরিবার এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Published : 02 Nov 2024, 02:05 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আধারার জাজিরার কাছে মেঘনা নদীতে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. খলিলুর রহমান।
নিহত শান্ত আহমেদ (৩৫) চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামের বোরহান সরকারের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন মো. শামীম (৩৫), শাহাদাত হোসেন (৩৮), আশেক আলী (৫৫) ও মিন্টু মিয়া (৪৫)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি খলিলুর বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার পোস্তখোলা থেকে স্পিডবোটে করে গ্রামের বাড়িতে রওয়ানা হয়েছিলেন শান্ত আহমেদ। পথে রাত সাড়ে ১১টার দিকে জাজিরার কাছে মেঘনা নদী মাছ ধরার ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় শান্ত আহমেদকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তিনি মারা যান।
ওসি আরও বলেন, তবে নিহত যুবদল নেতার পরিবার এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।