ডিএনএ পরীক্ষা-ময়নাতদন্তের জন্য খুলিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 07 Nov 2022, 06:19 PM
নওগাঁ শহরের নালা থেকে একটি প্রাপ্তবয়স্ক মানব খুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পাটালীর মোড়ের একটি নালা থেকে খুলিটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান।
“মৃত্যুর কারণ এবং পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা-ময়নাতদন্তের জন্য খুলিটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে,” বলেন ওসি ফয়সাল।
তিনি বলেন, ওই এলাকার নালা পরিষ্কার করছিলেন খায়রুল ইসলাম নামের এক পরিচ্ছন্নতা কর্মী। নালায় খুলিটি দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, খুলিটি নালায় কীভাবে এলো সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।