“বিদেশীরা যা বলেছে, সাধারণ মানুষ যেটা চায় তা হল-একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন।”
Published : 26 Jul 2023, 10:29 PM
দল টিকিয়ে রাখার প্রয়োজনে হলেও বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
তিনি বলেছেন, “বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না, তাহলে সেটা ভুল ধারণা। দল টিকিয়ে রাখতেই আপনাদের নির্বাচনে আসতে হবে। আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে পরিণতি এক সময় পাকিস্তানের মুসলিম লীগের মতোই হবে।”
বুধবার মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।
নূর-ই-আলম চৌধরী বলেন, “বিদেশীরা যা বলেছে, সাধারণ মানুষ যেটা চায় তা হল-একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমরাও একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি শুধু আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয় তাহলেও তা এত প্রতিযোগিতামূলক হবে যা বিএনপি এলেও হবে না।”
এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, “আজ যদি শেখ হাসিনার কিছু হয়, সারা বাংলাদেশের মানুষ পথে নামবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কেউ আর করবে না।”
বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলেতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করব।”
পরে চিফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।