পর্যাপ্ত আখ পাওয়া সাপেক্ষে বন্ধ ছয়টি চিনিকল চালু করার কথা বলেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান।
Published : 20 Dec 2024, 09:05 PM
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২৪-২৫ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে। এবার চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চার হাজার ২০০ টন।
শুক্রবার বিকালে চিনিকলের কেইন ক্যারিয়ারের ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।
এ সময় চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এবং কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে লিপিকা ভদ্র বলেন, “পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে দেশের বন্ধ ছয়টি চিনিকল চালু করতে চাই। মিলগুলো লাভজনক পর্যায়ে যাবে, এমন অবস্থা সৃষ্টির পর পর্যায়ক্রমে মিলগুলো চালু করা হবে।
“আমাদের দরকার আখ। তিন থেকে চার মাস চলার মত আখ না হলে মিল লাভজনক পর্যায়ে নিয়ে আসা সম্ভব নয়। তবে আমরা আশাবাদী। চিনিকলগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।”
চলতি মৌসুম থেকে আখের দাম বাড়ানো হয়েছে জানিয়ে লিপিকা ভদ্র বলেন, “কৃষক ও মিলের মাঝখানে যাতে কোনো মধ্যস্বত্বভোগী না থাকে সেদিকে আমাদের নজর আছে। কৃষক লাভবান হলে তারাও আখচাষ করবেন। সেদিকে আমাদের দৃস্টি আছে।”
চলতি মৌসুমে ৬৫ কার্যদিবসে ৭০ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
মাড়াইযোগ্য আখ সংগ্রহ করা হবে ছয় হাজার একর জমি থেকে। এর মধ্যে কেরু চিনিকলের নিজস্ব জমি থেকে ২৭ হাজার টন আখ পাওয়া যাবে। আর বাকি ৪৩ হাজার আখ মিলবে কৃষকের জমি থেকে।