ওই নারী চোখে ভালো দেখতে পান না বলে শিশুটি তাকে রাস্তা পার করে দিচ্ছিল বলে স্থানীয়রা জানান।
Published : 09 Feb 2024, 09:24 PM
নোয়াখালীর সদর উপজেলায় ভবঘুরে বৃদ্ধাকে রাস্তা পার করাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারাল ওই নারী ও শিশুটি।
শুক্রবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর পুরাতন বাসস্ট্যান্ডের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার উপপরিদর্শক মোহাম্মদ রিয়াজ হাসান জানান।
নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করমউল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে। তবে আনুমানিক ৬০ বছর বয়সি ভবঘুরে নারীটির পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, ভবঘুরে ওই নারী সোনাপুর রেল স্টেশনে থেকে ভিক্ষা করতেন। বৃদ্ধা জাকের হোসেনের বাড়িতে দুপুরের খাবার খান। চোখে ভালো দেখতে পান না বলে সন্ধ্যার দিকে জান্নাতুল ওই নারীকে রাস্তা পার করে দিচ্ছিল।
এ সময় একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। আশপাশের লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে উপ পরিদর্শক রিয়াজ হাসান বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর শিশুটির মরদেহ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।