ছুরিকাঘাতে আহত বগুড়া মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আসামিরা কারাগারে রয়েছেন বলে পুলিশ জানায়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2022, 11:01 AM
Updated : 4 Dec 2022, 11:01 AM

ছুরিকাঘাতে আহত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বলেন, পেটে ছুরিকাঘাত করায় ফাহিমের খাদ্যনালী বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৮ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮টায় ফাহিমের মৃত্যু হয়।”

নিহত মেহেরাজ হোসেন ফাহিম চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ফাহিম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালের ২ নম্বর গেটের সামনে ফরিদের দোকানে নাস্তা করতে যান। এ সময় আলুর চপে ময়লা পেয়ে ফরিদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে ফরিদের ছেলে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে। পরে ফাহিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওই রাতেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। এ ঘটনায় ফরিদ ও তার ছেলে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর সার্কেল ও বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, আসামিরা এখনও কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ছিলো। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর হবে।