হত্যার শিকার ও হত্যাকারীরা একই সংগঠনের সদস্য বলে মামলার বরাতে আইনজীবী জানান।
Published : 29 Oct 2024, 09:08 PM
ঝিনাইদহের শৈলকুপার ‘চরমপন্থি’ দলের পাঁচ সদস্য হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকারিয়্যা এ রায় ঘোষণা করেন বলে আদালতের সদ্য সাবেক পিপি ইসমাইল হোসেন জানান।
যাবজ্জীবনপ্রাপ্ত দুইজন হলেন- আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা।
আলী রেজা কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইসাহাক মাস্টারের এবং মহসীন একই থানার পিয়ারপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকূপা উপজেলার পদমদী গ্রামের দক্ষিণ মাঠে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাদের পরিচয় শনাক্ত হয়।
নিহতরা হলেন, শৈলকুপার শেখপাড়া গ্রামের শহিদ খা, ত্রিবেনী গ্রামের নেওয়াজ শাহ, ফারুক, নুর খান ও কুষ্টিয়ার শরিফুল ওরফে কটা।
তাদের গলাকেটে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় পরের দিন শৈলকুপা থানার এসআই রফিকুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।
আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম।
আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন গ্রেপ্তার আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে বিচারক মামলার রায় ঘোষণা করেন।
এ সময় আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু আদালতে অনুপস্থিত ছিলেন।
বিচারে খালাস পান মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবুল হোসেন নামের আসামিরা।
হত্যাকারী ও নিহতরা একই চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন; নিজেদের মধ্যে দ্বন্দ্বের ফলে এ হত্যাকাণ্ড হয় বলে জানান আদালতের সদ্য সাবেক পিপি ইসমাইল হোসেন।