র্যাব জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
Published : 18 Feb 2025, 04:06 PM
সিরাজগঞ্জের সদর উপজেলায় ১০১ কেজি গাঁজা বোঝাই একটি কভার্ড ভ্যানসহ দুই ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উসমান গণি।
গ্রেপ্তাররা হলেন-যশোরের কোতয়ালী উপজেলার হুদোরাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম (৪১) জগমোহনপুর গ্রামের শাহ আলম (২৭)।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উসমান বলেন, “সোমবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে একটি কভার্ড ভ্যান তল্লাশি করে ১০১ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
“এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম ও শাহ আলমকে গ্রেপ্তার করে কভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।