Published : 18 Jul 2023, 08:36 PM
খুলনায় নব্য জেএমবির দুই সদস্যের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১টার দিকে খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শওকত আলী সুজা জানান।
সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- মানিকগঞ্জের নূর মোহাম্মদ অনিক (২৭) এবং বগুড়া মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এখন তারা ঢাকার নীলক্ষেত এলাকার একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী দীপন কুমার মণ্ডল বলেন, ২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে খুলনা নগরীর গল্লামারী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অনিক ও রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পরদিন ওই ঘটনায় দুজনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন এসআই রহিত কুমার বিশ্বাস। ওই বছরের ২২ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক।
গত বছরের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলাটি খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
পিপি শওকত আলী সুজা বলেন, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) এর তিনটি ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই আইনের ৯ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা: অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ওই আইনের ১০ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আইনজীবী আরও বলেন, সকল ধারার সাজা একসঙ্গে চলবে। ফলে আসামিদের ১০ বছর সাজা খাটতে হবে। মামলায় মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন।
“রায় ঘোষণার ক্ষেত্রে বিচারক তাদের বয়স ও মেধার বিষয়টি বিবেচনায় নিয়েছেন। বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় ওই দুই জঙ্গি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত”, যোগ করেন আইনজীবী।