এ ছাড়া পাঁচ অপ্রাপ্তবয়স্ককে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
Published : 24 Oct 2024, 11:07 PM
চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নয় জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচ অপ্রাপ্তবয়স্ককে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান সরকার এই আদেশ দেন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৪ জন জেলেকে আটক করে। এর মধ্যে পাঁচ জেলের সাত দিন এবং চার জেলের ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বাকি পাঁচ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জেলেদের তিনটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্ট জাল কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।
আর জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।