ভুট্টাক্ষেতে আফিম চাষ: কৃষক আটক, গাছ ডিবি কার্যালয়ে

ওই ক্ষেতে অন্তত ৩০ হাজার গাছ ছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2024, 04:04 PM
Updated : 25 Feb 2024, 04:04 PM

মানিকগঞ্জের শিবালয়ের নিষিদ্ধ আফিম চাষ করায় এক কৃষককে আটক করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার পয়লা গ্রাম থেকে নূরুল ইসলামকে আটক এবং মাঠ থেকে আফিম গাছ তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিপন নাগ জানান। 

আটক কৃষক নুরুল ইসলাম (৪৫) উপজেলার পুরান পয়লা গ্রামের জাবেদ খানের ছেলে। 

এসআই বলেন, “নুরুল গ্রামের রাস্তার পাশে ফসলি জমিতে ভুট্টাক্ষেতের মধ্যে নিষিদ্ধ আফিম গাছ লাগান। প্রায় ছয় শতাংশ জায়গায় আবাদ করা এই আফিম গাছে এরইমধ্যে ফুল ও ফল ধরতে শুরু করেছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে কৃষক নুরুলকে আটক করা হয়।” 

ওই ক্ষেতে অন্তত ৩০ হাজার গাছ ছিল জানিয়ে রিপন বলেন, “মাঠ থেকে নিষিদ্ধ আফিম গাছ তুলে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। নুরুলের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা এবং গাছগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।” 

শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুর রহমান বলেন, “গাছগুলো দেখে প্রাথমিকভাবে আফিম গাছ বলে নিশ্চিত হয়েছি। এগুলো চাষাবাদ ও বহন করা দেশের আইন অনুযায়ী অপরাধ।”