বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক।
Published : 10 Nov 2024, 12:25 AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি।
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান করতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন খুব জরুরি। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবেন।
“যারা শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবেন। এতে বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে; যা সবার প্রত্যাশা। আমরা চাই চাটুকারিতার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সুস্থ ধারার নেতৃত্ব তৈরি হোক।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অন্যতম।
“জুলাইয়ের আন্দোলনে অনেক পরিবার তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন। কেউবা পরিবারের একমাত্র আদরের সন্তান, বাবা, মেয়ে হারিয়েছেন। আমরা হারিয়েছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনকে।”
তিনি বলেন, আমরা যদি সৎ ও ন্যায্যতার সঙ্গে দেশ গঠন করতে না পারি, তাহলে তাদের সঙ্গে বেঈমানি করা হবে। এ আন্দোলনের সফলতার মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার জন্য, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে ছাত্ররা স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি নিয়ে গেছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সালমা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামাল উদ্দিন, শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তব্য দেন সমন্বয়ক সারজিস আলম।
সেখানে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। নিজেদের মধ্যে সংস্কারের মানসিকতা তৈরি করতে হবে। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে, সরকারের জায়গা থেকে পরিবর্তন করাটা অনেক বেশি কষ্টসাধ্য।”
এর আগে সকালে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৮ পরিবারের সদস্যদের মাঝে পাঁচ লাখ টাকার করে চেক তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।