চাকা পাংচার হলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
Published : 20 Jul 2023, 10:18 AM
সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সুন্দ্রাগাঁও পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান।
নিহতদের মধ্যে পাঁচ জন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন, ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন (৩০) ও গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫), পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) ও উত্তর টুকেরগাঁওয়ের রিতা আক্তার (১৮)।
এ ছাড়া নিহত হয়েছেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামের একাব্বর আলী (৬৫) ও ঢাকার পশ্চিম ধানমন্ডির রায়েরবাজার এলাকার তাহের (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেটের দিকে আসছিল; মাইক্রোবাসটি ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ওই এলাকায় সামনের চাকা পাংচার হলে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই বাহন ছিটকে রাস্তার পাশে ডোবায় গিয়ে পড়ে; ঘটনাস্থলেই অটোরিকশার চালক এবং এক নারীসহ চার আরোহীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে দুইজন ও হাসপাতালে মারা যান আরও একজন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই ছয় জন মারা গেছেন। আর পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়; এর মধ্যে হাসপাতালে একজন মারা গেছেন। চার জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’’