“ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুইটি ও লালবাগ কেল্লাসহ এরকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।”
Published : 27 Sep 2024, 08:17 PM
দেশের সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এর জন্য একটি সঠিক নীতিমালা তৈরিতে নজর দেওয়ার সময় এসেছে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
আসিফ বলেন, “ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরও নানা প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি।
“সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন, আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলা রয়েছে সারাদেশে ছড়ানো-সেগুলো ঘুরে দেখবো।”
তিনি বলেন, “ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুইটি ও লালবাগ কেল্লাসহ এরকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে।
“এই অবস্থাটা নিজের চোখে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।”
পরে মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মিরকাদিম ইটের সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোড় মঠ, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান আসিফ।
বাবা আদমের মসজিদ পরিদর্শন করে তিনি স্থানীয়ভাবে ছাদের সংস্কারের জন্য পরামর্শ দেন। প্রতিটি স্পটে গিয়েই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।