পটুয়াখালীতে সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর বলইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
Published : 05 Jan 2025, 02:13 PM
পটুয়াখালীতে সদর উপজেলায় দ্বিতীয় বিয়ে ও তালাক নিয়ে কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৩টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর বলইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ।
নিহত নূরজাহান বেগম (৪৫) ওই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তাদের পুত্রবধূ রোজি আক্তার ও স্বজনরা জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নূর মোহাম্মদ ও নূরজাহান বেগমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন নূর মোহাম্মদ।
কিন্তু নূরজাহান বেগম তাতে অস্বীকৃতি জানালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হয়। এক পর্যায়ে পুত্রবধূ ও স্বজনদের মধ্যস্থতায় স্ত্রীর কাছে ক্ষমা চান নূর মোহাম্মদ।
পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে নূরজাহান বেগমের গলা কেটে পালিয়ে যান নূর মোহাম্মদ।
ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার খবর পেয়ে পরে পাশের গ্রাম থেকে স্বামী নূর মোহাম্মদকে আটক করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।