Published : 03 Apr 2025, 12:25 AM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেনে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান।
আহতরা হলেন, নোয়াখালীর নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির কহিনুর হোসেন (৫৫), চৌমুহনীর নাজিরপুরের আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), আনোয়ারের দুই মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১) এবং একই এলাকার ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহনা (১০)।
এর মধ্যে কহিনুরের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজীব আহমেদ চৌধুরী বলেন, দগ্ধ পাঁচ শিশু ভর্তি রয়েছে, যাদের শরীর ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।
স্থানীয় কয়েকজন বলছেন, সন্ধ্যার দিকে মাইজদী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বেগমগঞ্জ চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে যাত্রীরা দগ্ধ হন।
বিস্ফোরণে অটোরিকশাটি পুরোপুরি পুড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।