২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
Published : 05 Dec 2024, 08:12 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় শাহজাহান ওমরসহ আসামিদের প্রিজনভ্যানে করে ঝালকাঠি মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
পরে সাড়ে ৩টার দিকে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী নাসির উদ্দীন কবির।
অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল ও মো. তাওহীদ এবং সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে হাজির করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করে রাজাপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আইনজীবী নাসির উদ্দীন কবির জানান, রাজাপুরের একটি বিস্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেপ্তারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠায়। তবে ঘটনার দিন শাহজাহান ওমর ঢাকায় ছিলেন বলে আদালতকে জানানো হয়েছে।
এর আগে ২১ নভেম্বর নিজ বাড়িতে হামলার ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে শাহজাহান ওমরকে আটক করা হয়। পরে কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন
এবার শাহজাহান ওমরের গাড়িতে হামলা, মামলা করতে গিয়ে গ্রেপ্তার