পুলিশ জানান, এ ঘটনায় ফজলের ছেলে ও স্ত্রীকেও আহত করা হয়েছে।
Published : 27 Apr 2025, 02:40 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমির বিরোধে জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান।
নিহত ৫০ বছর বয়সি ফজল হক গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাতে মোশারফ বলেন, “ফজল হকের সঙ্গে তার ভাতিজা পারভেজের দীর্ঘ দিন ধরে জমির বিরোধ চলে আসছিল। সকালে পারভেজসহ অন্তত ২৫ জন ফজলের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যান।
“এতে ফজল ও তার পরিবারের লোকজন বাধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে তারা ফজল এবং তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করেন।
তিনি আরও বলেন, “স্থানীয়রা তাদেরকে উদ্ধার কর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “ফজল বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে আজই দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল।
“ওই জমি নিয়ে ইতিপূর্বে কয়েকটি গ্রাম্য শালিস হয়েছে। আজ হঠাৎ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।”