১৩টি পদের বিপরীতে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২৭ জন।
Published : 27 Oct 2024, 03:27 PM
দীর্ঘ ২৮বছর পর কোনো বাধা বিপত্তি এবং বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন।
শনিবার এ্যাসোসিয়েশনের কার্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা জয়ী হয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার ও শিক্ষক মনিরুল ইসলাম।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই নির্বাচনে ১৬০ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৩২জন।
১৩টি পদের বিপরীতে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২৭জন। এর মধ্যে হাসান-সান্টু-মুছা পরিষদের প্রার্থীরা চশমা প্রতীক নিয়ে ১১টি পদেই বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুটি পদ জয় পেয়েছেন হাবিব-রবিউল-অহিদুল পরিষদের হরিণ প্রতীকের প্রার্থীরা।
নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানের নেতৃত্বে গোটা নির্বাচনী এলাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইন-শৃংখলা বাহিনী। কঠোর গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রাখেন বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
এ নির্বাচনে সভাপতি পদে হাসান-সান্টু-মুছা পরিষদের মো. আবু হাসান ৭৮ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পান ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা ৮২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুল ইসলাম পান ৪৭ ভোট।
এই পরিষদের জয় পাওয়া অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি (১) পদে আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), সহ-সভাপতি (২) পদে কাজী ইমাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিলকিস সুলতানা সাথী, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক, অর্থ সম্পাদক পদে আব্দুল গফুর সরদার এবং কার্যনির্বাহী সদস্য পদে মফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান নাসিম, শাহানুর ইসলাম শাহীন নির্বাচিত হন।
অন্যদিকে হাবিব-রবিউল-অহিদুল পরিষদের মধ্যে সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরিফুজ্জামান পরাগ এবং কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু নির্বাচিত হয়েছেন।