তাহের শিপইয়ার্ডে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের পারিবারিক প্রতিষ্ঠান।
সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক সোনারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম জানান।
নিহত ২০ বছরের সবুজ মিয়ার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
ওসি রেজাউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া হেলপারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাক দুটি রাস্তা থেকে সরানো হয়েছে। সকালে খুব বেশি কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।