ছুটির দিন অ্যাকাডেমিক কার্যক্রম চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান উপ-উপাচার্য।
Published : 07 Nov 2023, 08:26 PM
হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে ডাকা এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন।
এর আগে ২৯ অক্টোবর এক সভায় বিশেষ পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয়ের পরিবহন না চলে; সেক্ষেত্রে ক্লাস অনলাইনে নিতে হবে বলে জানায় কর্তৃপক্ষ।
সরকারি সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী সপ্তাহের শুক্র ও শনিবার ছুটি থাকে। এদিন দাপ্তরিক ও অ্যাকাডেমিক কার্যক্রমও বন্ধ থাকে। কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির দিন অ্যাকাডেমিক কার্যক্রম চালু থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
“শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলবে। সপ্তাহের অন্য দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগের মতই অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।”
অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্পর্ক রয়েছে; ছুটির দিনে গ্রন্থাগার খোলা থাকবে কি-না জানতে চাইলে তিনি গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।
ছুটির দিন দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে কি-না জানতে চাইলে অধ্যাপক কবির হোসেন বলেন, “ছুটির দিনে অ্যাকাডেমিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কিংবা প্রয়োজনে অন্যান্য দপ্তর খোলা থাকবে। তবে সেটা হবে শুধু অ্যাকাডেমিক প্রয়োজনে।”
তবে সপ্তাহের অন্য দিনগুলোতে দাপ্তরিক কার্যক্রম নিয়মমাফিক চলবে বলে জানান তিনি।
ছুটির দিন বাস চলাচলের বিষয়ে উপ-উপাচার্য বলেন, “শুক্র ও শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা চালু থাকবে। এ জন্য নতুন বাস শিডিউল তৈরি করা হয়েছে।”
এ ছাড়া হরতাল কিংবা অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে আসা-যাওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য মিনিবাস; আর শিক্ষকদের জন্য মাইক্রোবাস থাকবে বলে জানান উপ-উপাচার্য।
এর আগে ২৯ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বিশেষ পরিস্থিতিতে (হরতাল/অবরোধ) বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেওয়া যাবে। তবে পরীক্ষা হবে সশরীরে।
অর্থাৎ বিরূপ পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয়ের পরিবহন না চলে; এমন দিনের ক্লাসগুলো অনলাইনে নিতে হবে বলে তিনি জানান।