“শান্তি চুক্তি পরবর্তী সময়ে জেলায় স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।”
Published : 02 Dec 2023, 07:53 PM
পার্বত্য জেলা পরিষদ ও সেনা বাহিনীর যৌথ উদ্যোগে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে রাজার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি জাতি গোষ্ঠী ও বাঙালিরা নিজেদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ ও সেনা বাহিনীর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভার পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, মেয়েদের হ্যান্ডবল ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, “শান্তি চুক্তি পরবর্তী সময়ে জেলায় স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
“শান্তি চুক্তি বাস্তবায়নে ও এলাকার শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও পাবলিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।”
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেনা বাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান ও পৌর মেয়র সামশুল ইসলাম।