ঘটনাস্থল থেকে তিনজনকে আটকের কথা জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন৷
Published : 31 Oct 2023, 10:19 AM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু।
তিনি বলেন, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে৷ তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে৷
“এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তাদের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা৷ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷”
পুলিশ কর্মকর্তা খসরু আরও বলেন, “বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল সংখ্যক শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে৷ এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
বিএনপি কর্মীরা এক পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ হামলায় গুরুতর আহত অপর দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান আমির খসরু৷
এদিকে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনকে আটকের কথা জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন৷