বৈশাখী মেলায় দোকান বাসানো নিয়ে তাদের মধ্যে এই মারামারি হয়।
Published : 18 Apr 2024, 12:59 AM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈশাখী মেলার আয়োজন নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ছয়জন।
বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার সেবারহাট বাজারের ওয়ালী মুন্সী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান।
নিহত মো. শাওন (১৮) উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির মো. কচির ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের অনুমতি না নিয়ে বৃহস্পতিবার সেবারহাট বাজারে বৈশাখী মেলা আয়োজন করা হয়। রাতে মেলায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।
পরে তারা সেবারহাট বাজারের ওআলী মুন্সী সড়কে মারামারিতে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাওনের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। তাকে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত অন্যদের ফেনী, দাগনভূঞা ও সেনবাগ উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, “প্রথম দিকে কেউ ঘটনা সত্যতা স্বীকার করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাওন নিহত হয়েছে। তার মরদেহ ফেনী সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”