আমদানির প্রথম দিন সোমবার এ বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে দেশে।
Published : 05 Jun 2023, 08:29 PM
আমদানির অনুমতি মেলার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, সোমবার আমদানির প্রথম দিনে এ বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি জানান, দুপুরের পর থেকে ভারতের মহদিপুর বন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়। সন্ধ্যা ৬ পর্যন্ত (বন্দর বন্ধ হওয়ার সময়) ৫৬টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ এসেছে।
“শুনেছি, ওপারে ভারতের মহদিপুর বন্দরে বেশ কিছু পেঁয়াজের ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। আগামীকালও পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে।”
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানায় কৃষি মন্ত্রণালয়।
রোববার দেশে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে। এরপর কৃষি মন্ত্রণালয় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
কেবল সোনামসজিদ দিয়েই নয়, দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করতে শুরু করেছে।
আরও পড়ুন: