ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রতি টন পেঁয়াজ ২২০ থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে বলে আমদানিকারীরা জানান।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 01:56 PM
Updated : 5 June 2023, 01:56 PM

আমদানির ঘোষণার একদিনের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে।   

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, সোমবার বিকালে ৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। আরও ১০ ট্রাকের মতো পেঁয়াজ ঢুকতে পারে।

কৃষকের স্বার্থ বিবেচনায় দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার। ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে যায়। রোববার দেশে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে। এরপরই কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

সাতক্ষীরার আমদারি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুকুমার দাস বাচ্চু জানান, তার আমদানি করা পেঁয়াজ ভরতি ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে। যেকোনো মুহূর্তে ওই পেঁয়াজ ভরতি ট্রাক দেশে প্রবেশ করবে।