২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে আটক করে স্থানীয়রা।
Published : 04 Apr 2024, 07:21 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে জামিন আবেদন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।
মামুনুল হকের পক্ষে জামিন আবেদন ও শুনানি করেন তার আইনজীবী ওমর ফারুক নয়ন।
২০২১ সালের ৩ এপ্রিল বিকালে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে আটক করে স্থানীয়রা। ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল ওই নারী সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
একই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। মামলাটি বিচারাধীন রয়েছে।
মামুনুল হকের বিরুদ্ধে সব মিলিয়ে ৪১টি মামলা রয়েছে।
আরও পড়ুন:
মামুনুল হকের ধর্ষণ মামলায় ফরেনসিক ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় দুজনের সাক্ষ্য