পরিবার জানিয়েছে, স্বর্ণা ও তার মা সঞ্চিতা দাসসহ কয়েকজন রোববার রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
Published : 03 Sep 2024, 11:05 PM
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোরীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাতালপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে বিএসএফ কর্তৃপক্ষ লাশটি হস্তান্তর করে বলে চাতলাপুর চেকপোস্টের এএসআই আলমগীর হোসেন জানান।
১৪ বছরের কিশোরী স্বর্ণা দাশ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাস ও সঞ্চিতা দাসের মেয়ে এবং জুড়ী নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার জানিয়েছে, স্বর্ণা ও তার মা সঞ্চিতা দাসসহ কয়েকজন রোববার রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এতে স্বর্ণা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। লাশটি বিএসএফ নিয়ে যায়। গুলি থামার পর সঞ্চিতাসহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
পরে বিজিবি এসে পরিবারকে নিহতের খবর জানায়। এ ঘটনায় ত্রিপুরার ইরানি থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকের পর স্বর্ণা দাসের মৃতদেহ শনাক্ত করেন তার বাবা পরেন্দ্র দাস।
মৃতদেহ হস্তান্তর করার সময় ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানার ওসি অরুণোদয় দাস, কৈলাসশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, স্বর্ণার বাবা পরেন্দ্র দাস উপস্থিত ছিলেন।
তবে এ ব্যাপারে বিজিবি কোনো বক্তব্য দিতে চায়নি।
আরও পড়ুন: