মাদারীপুরে গত ৮ মার্চ মসজিদের ভেতরে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়।
Published : 18 Mar 2025, 11:10 PM
মাদারীপুরে ‘বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরোধে’ মসজিদের ভেতরে কুপিয়ে দুই ভাইসহ তিনজনকে হত্যার দশ দিন পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
২২ বছর বয়সী ওই যুবকের নাম তাজেল হাওলাদার (২২)। গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তাজেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে চারজনের প্রাণ গেল।
মাদারীপুরের খোয়াজপুরে ‘বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ’ থেকে গত ৮ মার্চ মসজিদের ভেতরে কুপিয়ে সাইফুল সরদার (৪২), তার ভাই আতাবুর সরদার অলিল ও চাচাতো ভাই পলাশ সরদারকে (২২) কুপিয়ে হত্যা করে একদল লোক। সেসময় গুরুতর আহত হন তাজেল হাওলাদারসহ তিনজন, যাদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই ঘটনার পরদিন সাইফুল সরদারের মা সুফিয়া বেগম ৪৮ জনের নামে মামলা করেন। পরে মামলার প্রধান আসামি হোসেন সরদারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।