Published : 20 Apr 2024, 05:03 PM
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নদীতে ডুবে দেড় বছর বয়সি এক শিশু ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান।
নিহত তুষার সরকার ওই গ্রামের সুজিত সরকারের ছেলে।
পরিবারের বরাতে ওসি খোকন বলেন, সকালে বাড়ির পাশে ছেলা নদীতে তুষারের মা কাপড় ধুতে যান। এ সময় শিশু তুষারও মায়ের পেছন পেছন নদীর ঘাটে যায়।
“এরপর কাপড় ধুয়ে বাড়ি চলেন আসেন তার মা। এ সময় তুষার নদীর পাড়েই রয়ে যায়। কিছুক্ষণ পর তুষারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। অনেক খোঁজাখুঁজির পর ওই নদীতে তুষারকে ভাসতে দেখেন বাবা সুজিত সরকার।”
পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।