Published : 05 May 2025, 03:51 PM
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা দানী আত্মগোপনে থাকা অবস্থায় মারা গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান জানিয়েছেন স্বজনরা।
৬০ বছর বয়সি মোল্লা দানীর মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।
শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা দানী মোল্লা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্বজনরা জানিয়েছেন, ঢাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ভোরে ডায়াবেটিস শূন্য হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। সোমবার বাদ এশা দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দানী মোল্লা আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।