নাটোরে ইটবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পড়ালেখার পাশাপাশি শামীম তার মামার ওষুধের ফার্মেসিতে কাজ করত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 10:02 AM
Updated : 11 March 2023, 10:02 AM

নাটোরের লালপুর উপজেলায় ইটবাহী মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।

নিহত ১৮ বছরের শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

শামীমের ফুফাতো ভাই মোসলেম উদ্দিন বলেন, শামীম এবার এএসসি পাশ করেছে। পড়ালেখার পাশাপাশি সে তার মামার ওষুধের ফার্মেসিতে কাজ করত।

স্থানীয়দের বরাতে আব্দুর রহিম বলেন, “ওয়ালিয়া থেকে মোটরসাইকেলে দয়রামপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের (স্থানীয়ভাবে কুত্তাগাড়ি নামে পরিচিত) সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শামীম মারা যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং ইটবাহী গাড়িটি জব্দ করে।

এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।