অভিযানে ইউএনও ইকবাল হাসান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
Published : 30 Oct 2024, 11:24 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে কারাদণ্ড এবং তিনটি ড্রেজার জব্দ করা হয়।
উপজেলার চরমধুয়া ইউনিয়নে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মঙ্গলবার রাতে এই জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে এশিয়া ড্রেজার কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের রিয়াজুলকে এক মাসের কারাদণ্ড; প্লাবন ড্রেজারকে সাত লাখ টাকা জরিমানা এবং সাইফুলকে এক মাসের কারাদণ্ড; রিয়া সুপারকে সাত লাখ টাকা জরিমানা এবং মেহেদীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।